আমাদের গাঁয়ে আছে,ছোট ছোট ঘর
সুখে দুখে আছি সবে,নাহি কেহ পর
কুসুম কাননে ফুটে, হাজার রকম ফুল
মেঠো পথে ছোটে চলে,ছেলেমেয়ের দল।


ঝিকমিক করে হাসে রোদেলা ভোর
নতুন ধানের ঘ্রাণে কৃষাণি বিভোর
চারদিক ভরে ওঠে হাসি আর গানে
নবান্নের উচ্ছ্বাসে,মাতে প্রাণে প্রাণে।


গাঁয়ের পাশে নদী জল শান্ত সুশীতল
মাছ ধরতে নেমে পড়ে ছেলে-বুড়োর দল
বেলা যেই পড়ে আসে চারদিক আঁধার
সব পাখি নীড়ে ফেরার প্রস্তুতি এবার।


আমাদের গাঁয়ে আছে স্নেহ মমতা
সুখে দুখে মিলেমিশে রাখি সমতা
কতশত দুঃখ আসে তেমনি আসে সুখ
কখনও কারো প্রতি,কেউ হইনা বিমুখ।