সবার মত সেও চলে গেছে
নিজস্ব আঙ্গিকে সময়ের হাত ধরে


ভবিষ্যৎ দোলাতো যার, পদনীচে
কাঙ্খিত  ঘুমকাড়া জোসনায়।
অবিনাশী সুন্দর সোনালী রাতের পাড় ভেঙে
সবার মতো সেও চলে গেছে।
মৃত্যুর মতো অন্তিম সময় ফিরিয়ে আনবে বলে,
অনেকদূর এগিয়েছে জীবনের ঘোরে
সব জেনে গেছে, একা হেঁটে বন্ধুর পথে।
জীবন যে  একা একা পোড়ে
অবিশ্রান্ত ঢেউয়ের গভীরে গোপন আঁধারে
সবার মতো সেও চলে গেছে অনেক, অনেক দুরে।