নিঃশব্দের দেয়াল ভেঙে
আঁধারের বুকে হারাল যে নগ্ন রাত
মুখের ছায়া পড়ে,বহমান নদীর স্রোতে
আঙুলে জলের ছবি এঁকে যায় প্রতিক্ষণ।
অন্ধকারের চিবুক বেয়ে নেমে আসা
জোনাকির মিটি মিটি আলোয়,
কাজল চোখে ঘুমের আঁশ জড়িয়ে আসে।
নাকের উপর ফোঁটা ফোঁটা ঘাম---
আর দক্ষিণা বাতাস,
তোমার এলোমেলো করে দেওয়া চুল
শরীরের কাঁচা গন্ধে --পাগল প্রায় মন।
আমার যত মুগ্ধতা দিলেম তোমায়,
তুমি মান আর নাইবা মান।
এ ইচ্ছা যেনো শেষ না হয়।