(১)
এক টোকাতেই যদি তোমার দেয়ালে ফাঁটল ধরে
আমি না হয় সেই দেয়ালে--
প্রলেপ লাগাবো অতৃপ্ত বাসনায় জীবনভর।
                       (২)
কোন একটিও বর্ষায় যদি
তোমার ময়ূরপঙ্খি তরিখানি সাজাও
আমি না হয় চিরদিনের'ই, কুবের মাঝি হয়ে
ভাসাবো সেই- তরিখানি ফাঁও।
                        (৩)
একটি আমার
যদি, হয় গহন রাতের দহন,
হয়--- অমলিন নির্ভার স্নিগ্ধ পূর্ণিমা
আমার একটিতেই যদি হয়,তোমার ভালো থাকা
তবে- আমি না হয়
তোমার সেই-- একটিই হবো।
                        (৪)
কোন একটি নিঃসঙ্গতায় যদি বসন্ত ফিরে আসে
আমি না হয়, বসন্তের কথাহীন নিভৃতের
সেই- একটিই কোকিল হবো।
                          (৫)
কোন একটি নিশিথের ডাকে যদি
শিথিল হয় তোমার নীল শাড়ী
দোষ কি বলো-- সোমত্ত শরীরের!
আমি না হয় শ্রাবণের বেনোজলের --
একটি দেউরী হবো।


(দেউরী=বেড়া/কথিত ভাষা)