কতদিন ঘুমাইনি আমি
শান্ত মাটির বুকে মাথা রেখে,নীরব নিস্তব্দ ছায়া ঘেরা নির্জনতায়
বাঁশের সুশীতল ছাউনির নীচে।
আমি কবি বলে কি এমন দোষ করেছি বল,
আমারওতো একটু ঘুম, একটু বিশ্রাম, প্রাপ্য তাই না!
কত রাত জেগে জেগে
সংসার ধর্ম শিকে তুলে,গেয়েছি শুধু মানবতার গান।
এ অব্শ্য আমার মজ্জাগত দোষ,
সবকিছু সহজেই ভালবেসে ফেলি---
এই জগতের সব,জাগতিক সৃষ্টির সবকিছু,
এমন কি পৃথিবীর কষ্টগুলোও।
তোমরা হয়তো জান, অথবা জাননা
অজস্র ভালমন্দের মাঝে কতবার টলেছি,
তবু মোহিত চোখে সরু পথে দীপ্ত পায়ে এগিয়েছি।
সে তো তোমাদের'ই জন্য----
আজ আমি ক্লান্ত, ব্ড্ড ক্লান্ত
আমার বিশ্রাম প্রয়োজন, চিরবিশ্রাম।


(একুশে পদক প্রাপ্ত, আধুনিক কবিতার এক উজ্জল নক্ষত্র সদ্যপ্রয়াত শহীদ কাদরীকে উৎসর্গ)আমি যদিও বিশ্বাস করিনা কবিদের মৃত্যু হয়, তাদের দেহটা শুধু চলে যায় চোখের আঁড়ালে।আমাদের মাঝে চির ভাস্বর রয় তার সৃষ্টি আমরা তাদের সাথেই কথাবলি সারা জীবন।