ভালবাসা নেই --বাঁচার
আছে সীমাহীন কামুকতা,
প্রেম নেই -প্রেমিক মানব মানবী নেই
আছে অজস্র মলজ দুর্গন্ধে ভরা ডাস্টবিন।
সুখ নেই-দেবার
আছে আঘাতের দুঃখ,
ভেঙ্গে যাবার মত, যত কষ্ট।
নীড় নেই ঠাঁই নেবার,
আছে অন্ধগলি-চলে পরকিয়া
গোঁপন অঙ্গের আলিঙ্গন
বিষ্ঠার মতো নির্যাস ঝরে অবিরত।
বন্ধু নেই নির্ভেজাল,
আছে যতসব কুটিলতা
সতী সাদ্ববী কেউ নেই
আছে যতসব বেশ্যার দল, শাড়ীর আঁচল জমিনে ফেলে
শস্য খেকো হৃদয়হীন আগাচার করে চাষ।
জমিনের উর্বর জরায়ু,কেঁদে উঠে বন্ধ্যাত্বর আশংকায়
ঈশ্বর প্রেমি নেই --
আছে যতসব দলছুট শয়তান,
তারা নীলাভ গ্লাসে মদের নেশায় মত্ত্ব,

ছুটে বেপরোয়া কিছু পাওয়ার আশায়।
আসলে কোথাও কেউ নেই,কি্চ্ছু নেই
আজ ঈশ্বর সহ সবাই মত্ত্ব
রঙিন নেশার সরাই খানায়।