ওলে বাবা দাওলা লিখে একটা মজার ছড়া
আমায় লিয়ে  লিখতে হবে চলবেনা মনগড়া
কি নিয়ে এখন লিখি আমি ভাবছি সারাবেলা
বুঝাই আমি হবেনা এখন,রাত হয়েছে মেলা।


চমকে উঠে দেখি তাকে পলাইছে খাটের তলা
রাগের সময় খুকু আমার করেনা হেলাফেলা
আমি তখন ঘাপটি মেরে ভাবছি মনে মনে
ছড়া লিখে হবেটা কি খেলে যাই তার সনে।


খুকু আমার মানছেনা যে,লিখতেই হবে মজার ছড়া
নোনতা জলে ভিজাইছে গাল,দেখে চোখ ছানাবড়া
ঘুম পাড়ানোর মাসিপিসি এখন আসেনা যে খাটে
তাকে নিয়ে প্রতিরাতে ঘুম পাড়াই হেঁটে হেঁটে।


এখন গল্পো ছড়ায় আগের মতো হয়না মানবিক
শিখবে কি আর এই সমাজে সবই অমানবিক
তাকে বুঝতে হবে বুঝাতে হবে মানবতার ক্রন্দন
তবেইনা সে পাবে মানুষের ভালবাসার স্পন্দন।