একটুকুও সময় নেই, অশান্ত সময়
নিভৃতে সিঁড়ি ভাঙা যন্ত্রণা গুলো- -
শিরায় শিরায় আবাদ হয়,মৈথুনের শেষ প্রহরে
আধপোড়া চাঁদের নীরব যন্ত্রণার ধোঁয়া ওড়ে।


আধেক খাওয়া চুরুটের মতো জীবন
নিঃসঙ্গ একা পোড়ে অবহেলায়
জন্মঘ্রাণে জড়ো হয় অগণিত ঝরাপাতারা রোজ
নিয়েছো কি কেউ কুয়াশায় ভেঁজা স্বাধীনতার খোঁজ?


এতোদিন বুকের খাঁজে আশার, যে বীজ বুনেছিলাম
লাঙল কষে কষ্টের নোনা ঘামে,পাইনি বলে
কোন অভিযোগ নেই,নেই কোন অনুযোগ
তবুও - - -
ঘরে তুলতে ফের চাই একটি বার ফসলিম সুযোগ