কত বার খুঁজেছি আমি---
চাহিয়া আকাশ পানে ক্ষুদ্ধ অন্ধকারে,
পাইনি কখনো, নিজেকে নিজের'ই মাঝে।
ব্যার্থতার অমানিশায় পান করেছি বারে বার শূন্যতার সূধা
যতবার স্থাণুর ললাটে,এঁকেছি স্বপ্ন সাধ
পাণ্ডুর হয়েছে-ততোবার---
আজ আমার অনুভূতি গুলো নিষ্প্রভ নিস্তব্ধ
ব্যাঘ্র হাসিতে ফেটে যায় বুকের জমিন।
ধ্বংসের মাঝে বয়ে চলে
গুমড়ে মরা নিঃশ্চল নদী।
ভয়ার্ত গর্জন উঠে, আমার খোঁজার মাঝে
ব্যার্থতারা আজ বারুদের পসরা সাঁজায়
আমার বুকের আনাছে কানাছে।
ধ্বংসের নিস্বর্গে দাঁড়িয়ে, তবুও আমি খুঁজে ফিরি
নিজেকে নিজেরই মাঝে।