তন্দ্রার ঘোরে থাকা নির্বাক চোখে নৈঃশব্দের বিষন্ন অসুখ
জঙ ধরা অস্থিতে জন্মের ইতিহাস,খুঁজে ফিরি
তৃষ্ণার তিমিরে ভয়ার্ত শশ্বান পেরিয়ে,
বেদনার বিষন্ন লাল চোখে।
মিছে কষ্ট,মিছে আত্মহননে,
ধাবমান নিরুত্তাপ মৃত্যুর মিছিল
ধেঁয়ে আসে সঞ্চিত জীবনের অঞ্জলি গ্রাসে।
রক্তের নিবিড় স্রোতে
নিজেকে,নিজেরই মাঝে খুঁজে ফিরি।
মৃত্যু, রক্ত, লাশ,বিনাশের আওয়াজ বাজে বুকের বা'পাশে
ব্যাথার অস্পষ্ট কান্না সর্বত্র, ছড়িয়ে যায় ধূপের মতোন।
কাতর চিৎকার উঠে --
লাল সবুজের প্রতি ইঞ্চিতে,
স্বজন হারানোর লাশের স্তুপে , নিজেকে দেখি।
তবুও কিসের আশায়?কিসের টানে?
খুঁজে ফিরি,নিজেকে নিজেরই মাঝে।