এখন আর স্পর্শে উত্তাপ অনুভব হয়না
নীল অভিমানে পুড়ে বুকের মাঝে,
নিঃশব্দ চিতার ধোঁয়ার কুণ্ডুলী জমে।
প্রগাঢ় রাত্রির প্রহর ভেঙে------
চেয়ে রয় অস্বস্তিমাখা বিহ্বল দেহ মন।
এখন আর কামনার আগুনে পুড়িনা,
গাঢ় রাত্তির হু-হু রাস্তার অদ্ভুত বাতাস এসে
পরশ বুলিয়ে দেয় প্রতিটি লোমকূপে।
আঁধারের আলিঙ্গনে একাকি বুকে
শিহরণ, আর- জাাগেনা
এখন তোমার ওষ্ঠের চুম্বুনে,
আমার ঠোঁট থরো থরো কাঁপেনা।
আমি যে ঠোঁট রেখেছি জ্যোৎস্নার ঠোঁটে,
অনন্ত কাল ধরে----।
রাত্রির নগ্ন কাঁধে হাত রেখে,
চুম্বুন আঁকব বলে,আঁধারের বুকে
বিনিদ্র রাত জেগে আছি।
তোমার প্রেমের বিমূর্ত রূপ দেখে
অকস্মাৎ কামড়ে দেই---
তোমার সর্বোগ্রাসি অস্থির মাতাল প্রেম।