আলসে ভাত ঘুম
দুপুর নিঝঝুম
সে দিন আর ফিরবেনা।
খানিক হৃদয়ের টান
মন আনচান
অমন করে কেউ আসবেনা।


কিছু গহীন গান
কিছু  অভিমান
মন থেকে আর ঝরবেনা।
উল্টো পথ আসা যাওয়া
কিছু পাওয়া না পাওয়া
কোন দিন কেউ  জানবেনা।


কিছু দীর্ঘ রাত
অশ্রু ধারাপাত
কেউ হিসাব কষবেনা।
কিছু ছবি
শিল্পীর হবি
আর কোন দিন কেউ আঁকবেনা।


কিছু এমন মেলা
প্রাণচ্ছ্বোল খেলা
ডাক নামে আর ডাকবেনা।
লুকিয়ে বায়স্কোপ দেখা
দুখি কাজল রেখা
সেই সংলাপ আর থাকবেনা।


কিছু স্মৃতি তোলা
চির আত্মভোলা
কার্ণিশ বেঁয়ে আর নামবেনা।
কিছু স্পপ্নের দিন
হবেনা অমলিন
কোনদিন ইতিহাস আর হবেনা।