বৃষ্টি থেমে গেছে
গাভিন ধানের ক্ষেতে
এভাবেও কি বৃষ্টি থামে!

উপোসের সময় ঘনিয়ে এলো

অসময়ে ধানি জমি ডুবছে
ডুবছে কৃষকের চকচকে হাসি
অথচ আমাদের ভাগ্য লেখা হয়নি এখনও।

একলা সময় দীর্ঘ হয়
ঘুম ঘুম চোখে পড়তে থাকি গোপনে
অজানা অনেক কিছু।

রাত বাড়লেও আর ভয করেনা

যখন মেঘের দেওড়িতে খিল এঁটে
জানালার ফাঁকে জোছনা খুঁজি নির্ভয়ে,
তখনই বিতৃষ্ণার ক্লান্তি ঝরে মধ্য রাতের আঙিনায়!

ছন্নছাড়া দীর্ঘশ্বাস নিশ্চুপ উঠানামা করে

চাষের আইলে নিষিক্ত কুশাঙ্কুরের কামুকতা
কান পেতে শুনি রাত-গভীরে
শুধুই হাহাকার সুদিনের বিদায়ে।