কার্তিকের চাঁদের সাথে কি কথা বলো!
অভিলাষী জ্যোৎস্নার চোখে যে ছবি দেখেছো
দেখবেনা ছুঁয়ে কোনদিন,বেদনার বাঁকা স্রোত
তা কি শুধু স্বপ্নই রয়ে যাবে বিষন্ন প্রান্তরে?
ঐসব নাও হতে পারে!হতে পারে----
জীর্ণ শীর্ণ ক'খান হাড়,
এই হাড় অমানবিকতার কিছুটা ফসল।
এই কি শেষ!তা কিন্ত নয়, আছে আরো--
বুকের গহীনে রয়েছে যে গাঢ় গভীর পোড়ায়িত শিলা,
তা জেগে উঠবে সুতীব্র অভিলাষে
সময়ের ব্যবধানে দেখবে তার বিপুল চপলতা।