আমরা সবাই ডুবে আছি অদ্ভুত এক আঁধারে
মৃত্যুর ঘোলা চোখ ছায়া হয়ে ঘুরে, চারিপাশে।
ঘুণপোকারা বুকের মাঝে কুটে মারে প্রতিক্ষণ
যন্ত্রণায় মুষড়ে উঠে পৃথিবীময়,অদ্ভুত এক আঁধার।
অদেখা দৃশ্যপট থমকে দিয়ে যায়,গ্লানিহীনের ব্যর্থ চাহনি
মূহর্তে চোখের কোটরে নোনা জল জমে,পলক ফেলতে পারিনা
এই বুঝি নামবে আঁধার ভয়ার্ত লোকালয়ে।
স্তব্দ যন্ত্রণায় চোখ বুঝে রয় পৃথিবী
নিঝুম রাতের স্বপ্নরা নির্বাক দাঁড়িয়ে থাকে
কোন এক অজানা আতংকে , ছায়া বিম্ব হয়ে।
কানপেতে শুনার ব্যার্থ চেষ্টা'রত নিশাচর পাখির দল,
অনিশ্চিত ভবিষ্যৎ ভেবে আর্তনাদ করে উঠে
ভোরের অনাগত আলো।
পৃথিবীময় তাবৎ অন্ধকার ----
ঘোর অমানিশা হয়ে ভিড় করে জীবনের বেলকনিতে
এখনই বুঝি ডুববে পৃথিবী, কোন এক অদ্ভুত আঁধারে।