যে কাকটি  এতোদিন - -
চোখ বুজে খড়খুটো গুজতো
সে আজ বিস্ময় চোখে  তাকিয়ে
স্বজন হারিয়ে বিরামহীন কাদঁছে


যেখানে একদিন ভিসাহীন পাখিদের মতো
মানুষের অবাধ বিচরণ ছিল পৃথিবী জুড়ে
সেখানে সবাই এখন খোলসবন্দি ঘরবন্দি
রাস্তাঘাট বাজার উপসানালয় সবখানে - -
অদৃশ্য অসুখের দাঁতাল হাসির মায়ায় বন্দি।


মানুষতো পাখিদের মতো নয়
স্বাভাবিক নিয়মে কেউ বিলাপ করতে পারেনা
কখনও কখনও প্রচণ্ড বেদনাতেও- -
জানি দুঃখরা যেমন জনে জনে সংক্রমিত হয়
তেমনি অদ্ভুদ অসুখ পৃথিবী জুড়ে অদৃশ্য বয়।


কখন যে বাইরে স্বস্তির হাসি বিলিয়ে
আমার বেদনাগুলো হৃদয়বাসে পুষে,  
পরম মমতায় মুছে দেবো,  যতো- -
রোগ শোক আর পেছনের যতো ক্লান্তি
পরম মমতাতে
সোহাগি হাত