কখনো দেখা হয়,আবার কখনো------ না
যখন'ই দেখা হয়,সেটা এক চিলতে
সময়টা যেনো কচুপাতার উপর, এক ফোঁটা জল
ভালবাসারা থমকে দাঁড়ায়
মরা নিঃশ্চল নদীর মত।
আর্বতময় সময়ের অপেক্ষায় থাকি,
নিঃশ্চল নদীর, প্রাণ সঞ্চারের
জলের তোড়ে ভেসে যাওয়ার অনন্তকালের বাসনায়।
তবুও কি শাপমোচন  হয়?
এক ফোঁটা জলের পার্থক্য,কখনো --কি খুজেঁছি?