ওপাড়ে তছনছ ওঠে--
চোখের ভেতর জল আছড়ায়
কেউ কেউ সেই- জলসায় বসে
নির্বিকার গিলে অবিরাম।
আভিজাত্যর যাঁতাকলে আধুনিক সুন্দরীগণ
নীল শাড়ির নীচে লুকিয়ে রাখে দহন।
অথচ ভালবাসার নামি বেনামি ফুল ছিড়ছে কেউ কেউ
এই দহনের গভীরতার খোঁজ কেউ রাখেনা,
রাখেনা কোথায় ছুঁলে---
বিরহের অনল খরা, জল হয়ে ঝরে নৈরাজ্যের দূষিত দুপুরে।
কোনখানে ছুঁলে মেঘের বুক গলে গলে পড়বে চৌচির বিরান প্রান্তরে,
ওপাড়ে যার বসবাস--
অতল বোধে যার প্রতিনিয়ত আসা যাওয়া
হাওয়ার মধ্যে যার নিশ্বাস
তাকে আর কতোটুকু ছোঁবে বলো!
ওপাড়েতো এমনিই তছনছ ওঠে।
অসময় অবেলায় মরমিয়া হাত--
কেনো বাড়াও শুধু শুধু
ওপাড়ের নিশ্চিত নিভৃতের একান্ত ঠিকানায়।