তুমি আসবে বলে
সিঁদুর রাঙা সকাল ম্লান হয়ে আসে ধীরে ধীরে
লাঙলের ফলায় চৌচির মাটি
ধূসর রঙ ধরে সময়ের ব্যবধানে।
শস্যের বিচি জমির শুকনো জরায়ুতে ছড়িয়েছে সবে
শশ্মানে আধপোড়া শবের মতন। অঙ্কুরোদগমের অপেক্ষায়
মৌসুম যে পার হয়ে যায়,
অতচ তুমি এলেনা আজো!
প্রতিক্ষার প্রহর কেটে, একদিন আসবে ভেবে
ফাগুনের শেষ প্রহর হেসে উঠে
মৌমাছির পাখনায় জড়ানো শস্য ফুলের পাঁপড়ির মত।
মূর্হতে'ই বিমুগ্ধ কৃষকের সখের খোরাক মেটায়
ঝরে পড়া সরিষা ফুলের সাথে
মাখামাখি করা শিশির স্নিগ্ধ রাত


(অসম্পূর্ণ)