বুকের ভিতর মুচড়ে উঠে,ফেলে আসা স্মৃতি
জুঁই ফুলের মত ঝরে পড়া জীবন
অসহায় আঙুল মাটি খামচে্ দাঁড়িয়ে
জীবনের মানে খুঁজি অহর্নিশ।
কুয়াশা চাদরে আবৃত অদ্ভুত আলোর রেখা
খানিকটা বিষন্ন নির্বিকার,
বন্ধুর পথে হেঁটে যাওয়া জীবন
ভীষণ শীর্ণ দু'হাত বাড়িয়ে শূন্যতা  অনুভব করে।
আলোহীন আকাশে মেঘ ঘনিয়ে ওঠে
কষ্টের স্তুপ অনায়াসে ব্যর্থ জীবনে----
ঠাঁয় দাঁড়িয়ে ভবিষ্যতের আর্তনাদ শুনি।
কাল ঘুমে দেশ আজ-----
ভবিষ্যৎ গিলে খায় নগ্ন সময়,
সবুজের অসীম বাগানে নেমে এসেছে নিস্তব্দতা।
বুকের ভেতরের জ্বলন্ত উনুনে পুড়ে ধরিত্রী
অসহায় চোখ চেয়ে  দেখে
শ্বাপদ, রক্তমাখা সেই প্রিয় মুখগুলো।