চঞ্চলা মেয়েটি শালুক কুড়াচ্ছে ক্ষেতে
লেপ্টে আছে বে-শরম জল হাঁটু অব্দি
চঞ্চল মনে পানকৌড়ির ডুবসাঁতার -অবিরাম
ঝিলের জলে দিকবিদিক।


আহা! না জানি আমাদের সাথ
এ-পাড়ায় ওপাড়ায় বাড়ী বাড়ী
ফিস ফিসানি চারদিক।


ও মেঘবালিকা!
বারে বার ফিরে ফিরে আসি তোমার কাছে
চূড়ির রিনিঝিনি শব্দে পিছু পিছু
ডেকোনা আমায় এতো তাড়াতাড়ি -বাড়ী
এখনওতো বাকি সন্ধ্যার কিছু।