তুমি নেই বলে ------
কোথাও কেউ নেই আজ,
শুধু আমি আছি সবার অলক্ষ্যে
বসবাস আমার শূন্যতার মাঝে।
বুকের গহীনে যে পাখিটা  বাসা  বেঁধেছিল
তোমার'ই মত সেও চলে গেছে বহুদূরে।
তুমি নেই বলে------
চৈত্রের তপ্ততা,বৈশাখী ঝড় হয়ে
আমার বুকের শূন্য জমিন তছনছ করে,
তোমারি মত সেও চলে গেছে অজানা  দুরে।


আজ চৈত্রের তপ্ততা, বৈশাখী ঝড়,শূন্য জমিন ছাড়া
আজ আমার--কোথাও কেউ নেই।