আমি নিজের কাছে নিজেই ধর্ষিত হচ্ছি প্রতিনিয়ত;
জরায়ুর জঠরে থাকা সীমাহীন কষ্টগুলো
আড়মোড়া ভেঙে জেগে ওঠে প্রায়শই,
দলিত-নিষ্পেষিত করে আমার দেহ, মন সবকিছু।
ব্যাথাতুর হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে তোমার রোপিত কষ্টের বীজগুলো
ক্রমশ বেড়েই চলেছে প্রতিক্ষণ!


রাতের প্রহর ভেঙে আর্তনাদের কষ্টগুলো,
নতুন করে ডানা ঝাপটায় আজ নবরূপে নিষ্পেষিত করবে বলে;


তা -করুক  না !
যে নিজের কাছে নিজেই ধর্ষিত হচ্ছি প্রতিনিয়ত
দলিত-নিষ্পেষিত তার কাছে আর নতুন কি?