ক'টা ধবল বক মুক্ত মনে উড়েছিল নীল আকাশে
স্বপ্নসাগরের মৎস্য কুমারীর রঙিন খাম
বিদ্ধ করেছিল বুক তাদের।
কবির কলম তৎক্ষণাৎ রুদ্ধ হয়েছিল
কিন্তু ----!
শিল্পীর তুলির আচঁড়ে ক্ষতবিক্ষত হল
তাদের আজন্ম উড়েচলা রঙিন স্বপ্ন।
অতঃপর  তাদের স্বপ্ন ফ্যাকাশে,
এমন সুক্ষ্ম  স্বপ্নের মৃত্য ব্ড্ড কষ্ট দেয়
স্বাধীনতার পঞ্চম দশকে।