জেগে থাকা ক'টি রাত
পেরেকের মত গেঁথে আছে বুকে,
নিকষ কালো অন্ধকারের মুক্তির সাধ
ব্যাথার শশ্বানে পড়ে থাকা ভালবাসা
তীব্র চিৎকারে বক্ষবন্ধনী ছিড়েঁ বেরিয়ে আসে,
কষ্টরা স্থান নেয় ভালবাসাহীন বুকে
বেড়ে উঠা যুবতীর স্তনের মত।
উলঙ্গ প্রকৃতির এলোমেলো কামুকতা
মৃদ আহবান করে অমানিশায়,
যুবতীর সূচারু জঙ্ঘার নীল আগুনে
দু'চোখে সমূদ্র স্বপ্ন ক্রমেই বিলীন হয়,
যুমনা পাড়ের পৈত্রিক ভিটার মত।
নিঃশ্ব হয় ভালবাসা,নিঃশ্ব রাত
ভালবাসার বদলে বেরুয় শাণিত রক্ত,
বিনিদ্র চোখের মৃত্যর হিম হাওয়া দেখে
নিথর চোখে আধাঁরে তাকাই
ছুয়েঁ দেখি নাক,মুখ,সমস্ত অঙ্গপ্রতঙ্গ।
সব কিছু হিম নিথর,যেনো নিস্তব্ধ রাত্রির তিন প্রহর
স্তব্ধতার ভারে ক্লান্ত রাত,ছিড়েঁ বেরুতে চায় প্রেম ভালবাসা
অতছ তোমার বুকে শামুকের মত সেটেঁ আছে নীরবতা।