তুমি কি তৃষ্ণার জল চেয়েছ?
আমি দেব -----।
উত্তাল সুমুদ্রের সঙ্গম থেকে
জলীয় ঝাপটার যৌনতার মৌন কপাট খুলে
জলের উপর জল ঢেলে সুমুদ্রের সীমাহীন বুকে আদর বুলিয়ে
চন্দনমাখা ফর্সারোদের বির্বণ শরীরে।
জল আমি দেব! তৃষ্ণার্ত শরীরকে পরিপূর্ণ করে
আজ আমার বাংলার হৃদয়
বিরাণ ভূমি,সাহারার ন্যায়।
সোনার, বাংলা মা আজ তপ্ত বালুকণার মত
যেন স্বাধীনতার বিষন্ন অর্কিড।
স্বর্গের জানালায় বিষবাষ্পের জলীয় ঝাপটায়
শহর থেকে গ্রাম হিংস্রতার জীবনাষ্মে অস্হির
শকুনের তান্ডবে লন্ডভন্ড সোনার বাংলা।
ভন্ড পান্ডবের লোভাতুর শিকারি হাত
অহর্নিশ ছুটে নামে শিকারের নেশায়,ঘোলা জলে
আবারো বিব্রত মানবতা ওদের পাষন্ডতায়।