তুমি নেই বলে------।
একটু একটু করে সরে গেছে আমার আকাশটা
সেই সাথে আকাশের তারকারাজি।
অভিমানে আষাঢের আকাশ ফুপিঁয়ে,
কান্নার আওয়াজ তুলে হৃদয় জুড়ে
ঘোর অন্ধকার নামে ব্ড্ড অবেলায়।
তুমি নেই বলে------।


এখন আর আমার উঠোনে খুনসুটিতে মাতেনা প্রজাপতিরা,
আষাঢের আকাশ বিশাল নগ্নতায়
নীল হয়ে জ্বলেপুড়ে মরে
বাঁজপড়া মাংসের মত,
বাইরের আকাশে শঙ্খচিল, শ্যেনদৃষ্টিতে চেয়ে ডাকে অবিশ্রান্ত।
তুমি নেই বলে------।
আজ আমায় মৃত্যুর ঘোলা চোখ
তাকিয়ে ইশারায় ডাকে অর্হনিশ
তুমি একটু একটু করে সরে গেছ বলে।