কবি------
তোমার কবিতায় এত দুঃখ কেন?
দেশটাতো এমনিতেই দুঃখে ভরা
চারদিকে গন্ধহীন ফুলের মাঝে
সর্বক্ষণ চলে অস্শ্রের মহড়া।
অন্ধকারে রাখে হাত ট্রিগারে,তীক্ষ্ণ নিশানায় চোখ
এখন'ই ঝাঝঁরা হবে মানবতার বুক।
কবি------
তবুও তোমার কবিতায়  এত দুঃখ কেন?
তুমি না ভালবেসে ছিলে, ভালবাসা হারাবার ভয়?
এখন দেখি তোমার দিব্যি, সেও অমূলক বহমান
সবকিছু ভুলে দুঃখের সাথে নিয়েছ আশ্রয়।
কবি------
তুমি এমন করে কবিতায়, আর দুঃখ লিখনা
দেশটাতো এমনিই দুঃখে ভরা।
মানুষ মনের দুঃখ ভুলে
তোমার কবিতায় স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এইতো মোদের কামনা
তুমি এমন করে আর কবিতায় দুঃখ লিখনা।



(উৎসর্গ প্রিয় কবি খান লোকনাথীর উদ্দেশ্য আমার ছোট্ট প্রয়াস)