কোন কোন কথা হয়নি কখনো বলা
হবেও না কোনদিন এই বিষন্ন মনে,                      
আকাশটা আজ নূয়ে পড়েছে আমার বন্ধ্যা জমিনে।
অবিরাম চাষ করে চলেছি আজন্ম ভাললাগার স্বপ্নের বীজগুলো,
অঙ্কুরোদগম হয়ে ওঠেনা কখনো তা
কিশোরীর বুকে সযত্নে রাখা লাজুক স্তনের মতোন।


কখনো দেখা হয়নি স্বপ্নরা জীবিত না মৃতের মতো কাফনে মোড়া
আশার দোলাচলে আঁধারের বুকে হাতড়িয়েছি বহুবার,
দেখা মেলেনি আমার জাগতিক স্বপ্নগুলো।


কি বিচিত্র ভাবনা-কি বিচিত্র স্বপ্নরা
ঘোর অন্ধকারের চিবুক বেয়ে
ঘর্মাক্ত হাসির শান্তনার প্রলেপ দিয়ে চলে যায় বারবার  
                                  শব্দময় পৃথিবীর বুকে!


তবুও আমার ভাললাগার স্বপ্নতে কখনো উর্বর পলি পড়েনি,
বীজেরা কষ্টের তীব্র হাসিতে ফেটে পড়ে অর্হনিশ
                              আমার বুকের বন্ধ্যা জমিনে।  
কোন কথা হয়নি,
হবে না জেনেও বারবার বুনে চলেছি লালিত স্বপ্নের বীজ,
একি আমার ভ্রম, নাকি নেহায়েত অন্য কিছু?