বাংলাদেশ! মুখথুবড়ে পড়ে আছে
নিমোটিয়ার ধান ক্ষেতে
পরনে তার লালসবুজের সালোয়ারকামিজ
অনাবৃত স্তনযুগল, খুবলে রেখেছে হায়নার দল।
বাকরূদ্ধ চোখে ভোরের ভাবলেশহীন আকাশ
নুইয়ে পড়েছে আজ আড়ষ্ট কুমারীর নিথর দেহে,
সময়ের ভাঁজে ভাঁজে ধূসর মাটি,রক্ত আর বীর্যের ক্লেদ
বইতে না পারার যন্ত্রণায়,
আৎকে উঠে বারবার।
আধো তন্দ্রার ভেতর, বিপন্ন কন্ঠে চিৎকার শুনি
আমি বাংলাদেশ, আমায় এক টুকরো কাপড় দাও।
লজ্জা! লজ্জা!  এই লজ্জায় আড়ষ্ট
আমার সবুজ শ্যামল সোনার বাংলা।



(উৎসর্গঃ মুন্সিগঞ্জের নিমোটিয়া গ্রামে ধর্ষিতা নির্যাতিতা হয়ে মৃত্যুর কোলে ধানক্ষেতের উপর পড়ে থাকা নাম না জানা এক কিশোরীকে। , এযেনো সমাজ দেশেরই প্রতিচ্ছবি আমি তার হত্যা ধর্ষনের বিচার চাই।)