একটি কবিতা, যা লেখা হয়নি আজও
ভাদ্রের তালপাকা গরমে আমার স্যাঁতস্যাঁতে বুকে,
নোনতা ঘামের গন্ধে, তুমি,তোমার দেহ জেগে উঠবে বলে
হৃৎপিণ্ডের মাঝে জমে থাকা পুরুনো ভালবাসারা
আড়মোড়া ভেঙে মাতাল হয়।
ভীমরাজের সুরে মাতাল হওয়া শঙ্খিনীর মত,
তবুও একটি কবিতা লিখা হয়নি আজও।
কত রাত, কতদিন, কতপ্রহর জেগেছি আমি,
সুবুজ নীলিমারা আজ, তবুও কাঁদে পুরুনো স্মৃতির কথা মনে করে।
কত ঋতু পার হয়ে যায় চলে---
পাখিরাতো বসেনা আর ডালে ডালে আগের মত
ফুলতো ফুটেনা আর শাখায় শাখায়
সদ্য প্রসবয়ীত শিশু মায়ের কুল ভেঙে,ছুটেনাতো নীলিমার বুকে।
তবুও একটি কবিতা লিখা হয়নি আজও----
একটি কবিতার'ই জন্য।
মধ্যে রাতের মাতাল হাওয়ারা ভালবাসার ভান করে
তাৎক্ষণাৎ অদৃশ্য বর্ষায় ভিজে, নেশার ঝিম ছাড়ে ঘুটঘুটে অন্ধকারে।
তোমার আহত চাহনি আমার বুকে লাগে
ফুলহীন রূগ্ন বাগানে এলে ফিরে।
আজন্ম কষ্ট আমার বুকে পেরেক ঠুঁকে,
হৃৎপিণ্ডের  ঠিক মধ্যেখানে
যেখানটাতে লালন করেছি একটি কবিতা
যা লিখা হয়নি আজও।