আমার অনিদ্রার ঘোর আর কাটছেনা
চোখের পাতা ছুঁয়েছি বহুবার।
দৃষ্টি লেগে গেছে করতলে,
জীবনের আয়ু রেখার কাছাকাছি
প্রদীপের সলতের বহ্নি শিখা।
পুড়িয়ে দিচ্ছে ক্রমাগত, স্বপ্নের দিনগুলো
আঁধারের আলিঙ্গন বুকে নিয়ে----
মুখে আঁকি অবিরাম, তেপান্তরের অচেনা হাসি।
নিঃসঙ্গ ক্লান্তির বরফিত দীর্ঘশ্বাস বাড়তে থাকে,
বুকের পাঁজর বেয়ে নেমে যাওয়া ব্যাথার শশ্বানে---
অনাদরে পড়ে থাকে,স্বপ্নের শব।