মনে পড়ে তোমায় -----
বড্ড বেশী মনে পড়ে তোমায়
বাতাসে সমূদ্রে আঁছড়ে পড়া ঢেউয়ের প্ররোচনায়
একটি চিল এসে ছোঁ মেরেছিল সৈকতের কাঁটা ঝোপে,
ভেসে গেল শাদা প্রজাপতি। বিস্মিত হলাম!
তুমি আজ বসবে কিসের ছলে?
বদলে যাওয়া দৃশ্যপট, খোঁজ নেই হাতের হৃদয়
সৈকতের চোরাবালির প্ররোচনা ছেড়ে,
বরং ঘাস ফড়িংয়ের সঙ্গি হও।
আমি জানি তোমার ভালবাসা এক খসা পালক,
মধ্যরাতের নৃত্যরত সমূদ্রের দূরবর্তী জলকূয়াশা
অথবা-----
কোন অজনা জলস্রোতে ভেসে যাওয়া বেহুলার ভেলা।
মনে পড়ে তোমায় --------
বড্ড বেশী মনে পড়ে তোমায়।
মনে পড়ে কিভাবে মানুষ বদল করে রঙ,
বদলে যাওয়া টিভির দৃশ্যের মত।
মগ্ন ধূসর সময়ের ম্লান দৃশ্যপটের
কোন এক পাথুরে সময়ে।