তোমাকেই খুঁজিব আমি
গ্রামের আঁকাবাকা মেঠো পথ ধরে
শান্ত স্নিগ্ধ অজপাড়া ঘরে
যেখানে খেলেছি আনন্দ গড়াগড়ি করে,
তোমাকেই খুঁজিব আমি।
মাঝির ভাঁটিয়ালীর গানের সুরে
ছোট্ট সাইডুলির নদীটির তীরে
কখনো বা মুক্ত বলাকা হয়ে
মেঘের দেশে শিশির জড়ায়ে
কখনো বা কিশোরীর রাঙা পায়ে,
তোমাকেই খুঁজিব আমি।
জীবনানন্দের রূপসী বাংলায় বুনোহাঁস হয়ে
নজরুলের বিষের বাঁশির সুর তাল লয়ে,
জসিম উদ্দীনের সুজন বাদিয়ার ঘাটে
সারাদিন ক্লান্ত দেহে হেঁটে হেঁটে
তোমাকেই খুঁজিব আমি।