দিনে দিনে দারিদ্রতার ওম বেড়েই চলেছে
ধ্যানস্ত পূঁজারির নির্লিপ্ত মুক্তির পথে
কষ্টের যমজ ছায়ারা রূদ্ধ করে আছে।
ভেতরের নিঃসঙ্গতার বিভৎস রাত জমে
বেদনাতুর অস্ফুট কান্নার আওয়াজ তোলে
আধুনিক সভ্য জীবনের পরতে পরতে।
কামুক উত্তেজনা মিইয়ে যায়,ঋণের ভারে
সর্বোতন্ত্রিতে অসারতার কম্পন বিলোড়িত হয়,
হাড়ের ভিতর লুকানো অনাহার
ক্রমশঃ অসহায় মজ্জার দিকে ধাবমান
ছিন্ন ভিন্ন হয় ভালবাসার শুভ্রতা।
প্রেমজ মনে ঘৃণার যন্ত্রণায় মায়ার ঘোরে
নির্লিপ্ততার পূর্ণতা গ্রাস করে যত অন্ধকারের ক্লেদ
ঋণের আঁচলে মুখ ঢেকে নির্বাক চোখে
চেয়ে দেখি নিজেকে জলের আর্শিতে
কতোটা ঋণগ্রস্ত, কতোটা অনাহারী, কতোটা নতজানু
এ-জীবন-------।