আমার অঙনে আজ মরা জ্যোৎস্নার আলিঙ্গন
রক্ত মাংসে অনুভবে অনাহারী দিনমান
বুকের ভেতর চলে ছলাৎ ছলাৎ দুঃস্বপ্নের খেয়া
দীর্ঘ ক্লান্তি শেষে বাজে ব্যাকুল বাঁশির সুর,
ঘোর নিরজন রাত্রির জরায়ুর ভিতর---
চিৎকারে মাতে মূর্তিমান আগামীর অভাব।
নিঃশ্বব্দে মরচে পড়া কপাটে কানপেতে শুনি
মর্মর বুনো শব্দের  শরীরি উৎসব
শ্রমহীনতায় অভাব খুঁজে, শরীর বিলোয় বুনো উত্তাপে।
অভাবের লাঙল চষে, নারীর জঠরে রোপিত বীজ
সেথায়-সৌমত্ত শস্যর বদলে জন্মে পুষ্টিহীন ভবিষ্যৎ।
পাংশুটে দিশেহারা চাষি ----
চোখের কোটরে অনিদ্রা লিখে অহরহ,
স্বপ্ন ফিকের কষ্টধ্বনি বুকে নিয়ে
কোন এক-অপুষ্টির অচেনা দুয়ারে দাঁড়িয়ে।