ওরা স্বপ্ন দেখতে ভালবাসে
প্রসন্ন সন্ধ্যায় সীমাহীন উজ্জ্বয়নী বেশে
তখন'ই স্বপ্ন সন্ধ্যে তারার মত খসে পড়ে ভস্ম হয়
দু'চোখের স্বপ্নের মাস্তুল।
স্বপ্ন যেনো রঙিন চশমা হয়ে,শুধু চোখে জড়ায়
ওরা সুখি হতে ভালবাসে,
প্রসস্ত জীবনের ধারদেনার প্রাচুর্যে
তখনে'ই নরকের বাতাস----
অভাবের বিষবাষ্প ছড়ায় সুখের ঘরে।
সুখ যেনো জীবনে আসে অধরা বেসে,
ওরা ভালবাসা দেখতে ভালবাসে----
বিকার গ্রস্ত জীবনের মিটি মিটি আলোর নগ্ন সন্ধ্যায়।
প্রচ্ছায়ায় কপাট খোলে দাঁড়ায় উন্মুক্ত বুকে
তখন সকল'ই ভালবাসার ঘোরে মদ্যপ গন্ধ ছড়ায়
আজ ভালবাসা যেনো বাদামি খোসার মত বিবর্ণ
স্বপ্ন,সুখ, ভালোবাসা সব যেনো স্বপ্নের একই সুতোয় গাথাঁ।