ভালবাসার অদৃশ্য স্তনে মুখ রেখে
সুখ খুঁজে ফিরি অবেলায়,
জীবনের বেলা ভূমি চষে
বীজ বুনেছি তমিস্রার অতল গহ্বরে।
আঁধারের অধর ছুঁয়ে নপুংসক জ্যোৎস্না নামে
ধরলার চিক চিক বালুকাময় তৃষিত বুকে।
ভূখা চাষির চোখের কোটরে মিয়্রমান চাঁদ নামে
জ্যোৎস্নার ঠোঁটে ঠোঁট রেখে,
শোক ভুলে অবিরত পাণ্ডুর ভবিষ্যৎ
তিস্তার তৃষ্ণা দীর্ণ পাঁজরে ভাসে
ফারাক্কার ছলনার বেনোজল।
কেঁদে মরে কামুক মন,বীজের কষ্টে
নির্ঘুম রাতের গর্ভে বাড়ে নিরূপায় যন্ত্রণা,
আজ সুখের অসুখে চৌচির মহাকাল
সেই সাথে-- বিদীর্ণ রাতের অন্ধকার ও-
সুখ যেনো পুড়ে চাই,শোকের মলিন চিতায়।