অনেকগুলো হাত চলে গেছে
কোন এক অজানার আহবানে
হাতের স্পর্শ গুলোর সুখানুভূতি পাই এখনো
আরো কিছু হাত অপেক্ষার প্রহর গুণছে।
দুখিনী মায়ের আঁচলে আজ ময়লার স্তুপ
চোখের কোটরে জমাট বাঁধা কালছে দাগ বলে দেয়
কতটা প্রিয় ছিল সেই হাতের স্পর্শ গুলো।
মায়ের কান্নার নোনাজল হয়ত শুকিয়ে গেছে
রয়ে গেছে বুকে তীব্র কষ্টের হাহাকার।
সেই প্রিয় হাত গুলো কি আর ফিরবে,
মায়ের মায়াময় আঁচলের ওম পেতে?
সেই হাত গুলো কি মরচে পড়া কপাটে--
হাত রেখে অস্থির কণ্ঠে ডাকবে?
গভীর রাতের হুতৃম পেঁচার ডাক পেরিয়ে,
মা, মাগো দরজা খোল মা
দুষ্টটি এসেছে তোমার আঁচলের ওম পেতে।