আলো আঁধারির মাঝে দীপ্ত স্বপ্নগুলো
দারিদ্রতার কষাঘাতে কালছে্ ধূসর রং ধরেছে
বাদামী খোসার মত।
ভালবাসার অস্থিমজ্জা নিয়ে -----
সুশৃঙ্খল পিঁপড়ের মত টানাটানি করে
একদল কামুক অশরীরি দানব।
আর, এর প্রতিবাদ করতে গিয়ে,
আরেক দল কবি বুদ্ধিজীবির কলমের খোঁচায়
রক্তাক্ত হয় মধ্য সাহারা থেকে পৃথিবীর চারিপাশ।
শিল্পীর আঁকা তুলির ক্যানভাসে ক্রন্দনরত,
জল আর তৈল রঙের অস্পস্ট ছবি গুলো
কাঁটাতারে ঘেরা অবরূদ্ধ মানবতার গ্যালারীতে।
তবুও কি দেখতে পাও,শিল্পীর হাতে আঁকা
মানুষ গুলোর কংঙ্কাল রূপ?
নিরন্ন মানুষ বারবার ধর্ষিত হওয়া ক্ষুধার অনলে?
না-- কেউ দেখেনি। দেখেও না
কবি বুদ্ধিজীবি শিল্পী, সবার চোখে অন্যসব স্বপ্ন
আজ শুধু নিরন্ন মানুষের পাশে,
বড় লোকের উচ্ছ্বিষ্ট খাবারের ডাস্টবিন।