আমি শেষবার ছুঁয়েছি, তোমার খোলাচুল
আর কোন দ্বিধা নয় ফিরবনা আমি।
সামনে আমার অমসৃণ বন্ধুর পথ
যন্ত্রণায় মোড়ানো বিবষিত হৃদয়খানা।
পিছনে রইল সব,আমার সবকিছু
আর কোন দ্বিধা নয় ফিরবনা আমি।
নিজেকে গুটিয়ে নিলাম, ছড়ানো ছিটানো লতাগুল্ম,
টেনে উপড়ে নেয়া শেকড়গুলো
এখন শুধু রক্তাক্ত স্মৃতির পেয়ালায়------
মুখ রেখে ধিরে ধিরে এগিয়ে চলা।
হোক না সেটা ভবিষ্যতের চোরাবালির দিকে
সুখে থাকা- সেতো দুর স্বপ্ন
আর ভালো থাকা----
কল্পনার বেনোজলে ভাসানো লক্ষ্যহীন তরি।
শীতের বরফহিম জলে যে অতিথি পাখিরা ভাসে
তাদেরতো ঋণ রয়েছে ফেলে আসা বৃক্ষের কাছে।
লাটাই থেকে ছিঁড়ে যাওয়া ঘুড়ি,
নিচে ফিরবে এবার
দ্যূতিময় সূর্যের আলো মেখে
শোকের খোলাচুলে হাত বুলাবে বলে।