যেখানেই হাত রাখি মুঠো ভরে উঠে শূন্যতায়
অতচ আমার মাঠে শস্যের ঘ্রাণে ভরা
আলো পাইনা দিবসে
নির্মল আলোতে ভাসে রাতের ধরা।
তর্জনীর ডগায় জমে যত কষ্টের ঘাম
ভুখা শ্রমিক কষ্টের যাঁতায় ভুলে নিজেদের নাম,
চোখ জুড়ে স্বপ্ন ফোটে পোড় খাওয়া সূর্যের মত
ডাক দেয় স্পষ্ট মলিন স্মৃতি অবিরত।
জীবনের শতচিহ্নের লাল পিরান দেখে
হয়ত ফিরবে তারা পথ চিনে চিনে
ফেরা হবেনা আমার পথের দিশায়,হারাব আমি
আঁধারের বুক চেঁপে মহাকাল ধরে অতলান্তে।
আজ স্মৃতির মলিন পৃষ্ঠা ঝেড়ে নিভৃতে খুঁজে পাই
কয়েক ফোঁটা নোনা জল
এরই নাম কি অমলিন কষ্ট,
না কি ব্যাপক যন্ত্রণার বিরহ ভূমি?
নীল যন্ত্রণায়  পুড়ে খাক সবুজ পাতারা
অবশিষ্ট নেই তরুতলে শীতল ছায়া
পড়েনা মনে পড়বেও না
বন ভূমির সিঁথানে ছিল কোনদিন, পূর্ণিমার চাঁদ।
আজ শুধু সাগরের বালির বুকে জমে,
কষ্টের সফেদ ফেনা
এখন হাত বাড়ালে শূন্যতা নয়,মুঠো ভরে আসে
রক্ত ঘাম বিভৎস যন্ত্রণার সাতকাহন।