আমার হাত পা গুলো গুটিয়ে নিয়েছি
ইদানিং পৃথিবীর বয়স অনেকটা বেড়েছেতো,
ঠোঁটের কারুকাজে তেমন শৈল্পিকতা আসেনা
ঠোঁটের কালচে আবরণে রসায়ন আর জমেনা।
এখন শুধুই বালিশে মুখ গুঁজে------
ছার পোকাদের জন্ম বৃদ্ধি অনুভব করি
বয়সের আস্তিনে জমানো অনেক কিছুই গুমরে মরে
কিছু বলা হয়না,বলা হয়ে উঠেনা।
কষ্টের বাকল পরে
কামুক যন্ত্রণায় কেঁদে মরে অসহায় আঙুল
হাজার বছর মগজের মেঠোপথ  হেঁটে।
খুঁজে ফিরছি পবিত্র ফুলের পোকার জন্ম
অথচ শরীরে সঞ্চালিত হয় হৃদয়ের ব্যাকুলতা,
ভালবাসারা পড়ে থাকে, শুধু ভাললাগার  ফুলকে ঘিরে।