গ্লানিময় আচ্ছন্নতায় কুঁকড়ে যাওয়া জীবনে, নিজের অনুভবের স্বপ্ন বিশ্বাস
অন্ধকারের বুকে নিজেকে  সমর্পণ করে
আকাশ সমান বিম্ময় নিয়ে তাকিয়ে রই,শূন্যতার দিকে।
বিশালাকার নীলাকাশের সাথে মিশে যাওয়া জীবন,
পরক্ষণই যেনো, পতিত এক উল্কাপিণ্ড।
মধ্যরাতের গভীর নিঃশব্দ শেষে,
সূর্য উঠা না উঠার আশঙ্কায় অপেক্ষমান
প্রভাতের রহস্যময় কুয়াশা।
চাপা কষ্টে ঠাঁয় দাঁড়িয়ে থাকা ইট পাথরের ইমারতগুলো,
অনিদ্রার ছোবলে কালচে পড়া চোখ নিয়ে
পাণ্ডুর দৃষ্টিতে চেয়ে রয় সারাক্ষণ।
বিদগ্ধ নগরের অনন্ত নদীর, স্থির স্রোত ভোগে
নিজের নৈঃশব্দ্যতার আতংকময় মরণ যন্ত্রণায়।
বিন্দু বিন্দু ঘাম এঁকে চলি ভেতরে ভেতরে,
ঝুলপড়া হতশ্রী চেহারা আয়নায় নিজেকে দেখি
ছিন্ন জীবনের মাকড়শার এক অদ্ভুত জালে।