তুমি নেই বলে-----
আমার শূন্য বুকে অনুর্বর চর জেগেছে,
হয়না আগের মত নীলিমার শুভ্র চাষ
ভালবাসারা ভিড় করে খানিকটা হয়তো বা
পরক্ষণই ভেঙ্গে ছুঁড়ে দেয়
সাগরের ঢেউ আর জলোচ্ছ্বাস
তুমি নেই বলে-----
অন্ধকার রাত্রির তারকারা আলোর পসরা সাজায়না।
তুমি নেই বলে-----
সৌরমন্ডলে গ্রহণ লেগেছে
নিকষ কালো অন্ধকারে হাতড়ে বেড়াই ছায়াপথ,
শুকতারা হয়ে তোমার কাছে পৌঁছব বলে।