ঋণের আঁচলে চোখ ঢেকে
মুক্তির পথ খুঁজি অহর্নিশ
ক্ষুধার করালের মৃত্যুর বাঁকে
চামড়ার ভাঁজে বসতি গড়ি নির্বিশ।
পরাজিত জীবনের পারিজাত সময়ে
ফুল ফোটার অলীক স্বপ্ন বিশ্বাস,
ঢেকে যায় তমিস্রা রাত্রির ছায়া হয়ে
তবুও কেন ওম দেয় দারিদ্র্যতার গরম নিঃশ্বাস?
মুক্তি কি মিলবেনা? সময় যে বড় রূঢ়
নিষ্পলক চোখে স্রোতের তাণ্ডব চলে
ঋণের বোঝার পদাঘাতে অসহায়, জীবন যে নিষ্ঠুর
মানবিক দেহে আহারের শূন্যতায় সহস্ত্র শশ্মান জ্বলে।
মুক্তির পথে ধূপের মতো মৃত সবুজ পোড়ে
দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে দেখে শত মানবিক বিবস্ত্র চোখ
নিঃস্ব হয় মানুষ,নিঃস্ব হয় মানবতা, ক্ষমতাবানদের দ্রোহে
নপুংশক রাজনীতির ঘোরে গেঁথে রয় হাজার শোক।