স্বাধীনচেতা পঙত্তি আজ বক্ষবন্দি
খুট খুট করে শুধুই ভিতরের ভেতর
যন্ত্রণা করে যন্ত্রণা, খুঁজি এর গহবর
আঁগরতলার খবরে সবাই চুপ
উগারতলায় মারে কোপ।


জন্মভূমির নাভিমূলে হায়নার আনাগোনা
রাত গভীরে স্পর্শ বাড়ে তিমিরে হিংস্রতা
সূচালো দাঁতে ক্ষতবিক্ষত রাজার নীতিকথা
লুঙ্গী তোলে অবনত মুখ ঢাকি
আসলে লজ্জা নামে সব ফাঁকি।


স্বাধীনতা আজ ফেরি করে যৌবনের বাসি চিঠি
প্রাপকের খোঁজে হরহামেশায় কেঁদে ভাসায় বুক
জংধরা ডাকবাক্সের নেয়না খোঁজ,এই তার দুখ
৭মার্চের অনেক কথা ভুলে বসেছি বেমালুম
দেখি রাজনীতিবিদ আর সমাজপতির হালুম হালুম।


নিরজন রাতের কবিতা এখন দিনের আলোয় বন্দি
ছেনাল সময় উরুত দেখায় চুপসে যায় নাভিমূল
মধ্যরাতের টকশো হায়, চলে শুধুই হুলস্থুল
হায় স্বাধীনতা আমার স্বাধীনতা,বন্দি এখন খোয়াড়ে
নিয়ন আলোর নীচে নর্তকির দেহে সস্তা পারফিউম ওড়ে।