সময়ের শেষ লগ্ন যখন হেঁটে যায় অষ্টাদশীর চাঁদে
তখন জোছনায় গ্রহণ লাগে অন্ধকারময় পৃথিবী
পৌষের জবুথুবু ভিজে যাওয়া রাত্রির হাওয়া
রাতের মৌনতায় চলে সারথি পাখির গান গাওয়া।


আহা! একান্ত স্বপ্ন মিথ্যা সান্তনায় ফিরে ফিরে আসে
সকাল রাত দিন আর বালিয়াড়ির গান।
কেন যে আসে,কিইবা কারণ? হিসাব কষি
এমন খরতাপ চৈতে তবুও চোখে কিছুটা জল পুষি।


নিশ্চয় এখানে একদিন দীর্ঘ চুম্বন শেষে বৃষ্টিস্নাত উৎসব হবে
বিতৃষ্ণনার দাবদাহ শেষে ঠোঁট ডুবিয়ে নিঃশব্দে।
যেখানে খেলা করবে শান্ত নরম আলোর মায়াবী ছায়া
সেখানেই-তো হবে আমার নিত্য আসা যাওয়া।