আঁধারের বুকে হেঁটে চলা জীবন
কোন কিছু চাওয়া না চাওয়ার মধ্যেখানে
ফারাক খুঁজে ফিরে।
হাজার বছরের আর্তকণ্ঠে ভেসে আসে অলৌকিক মুলো
ভেসে আসে ক্রন্দনরত ভারসাম্যহীন মানুষের আর্তচিৎকার।
তবুও আমরা, বহুব্যপ্তিকাল হেঁটে চলেছি অজান্তে
নিরঙ্কুশ ব্যবচ্ছেদের করাতকলের তলে।
তেপান্তরের মাঠ থেকে ধেয়ে আসা আলোর ঝাঁপটায়
বুকের ভেতর বরফ জমানো স্বপ্নগুলো স্তব্দ চোখে তাকায়,
ভাঙনের ক্ষত বুকে নিয়ে।
নীলব্যাথায় পুড়ে কাঁক হয়, অলৌকিক স্বপ্নমুলো,
অতঃপর নীরবতা---।
আমরা কোথায় যাচ্ছি, এই স্বপ্নের ঘোরে?
ফের উত্থিত প্রশ্ন, এই চলার শেষ কোথায়?