তুমি নেই, তোমাকে পাওয়ার প্রস্তুতিতে
বাড়াই শূন্য দু'খানি হাত
ফিরে আসি জীবনের কাছে,
এক মুঠো অন্ধকার হাতে নিয়ে।
গহীন হৃদয়ের অসুখে ভরা জীবনে
না পাওয়ার স্বপ্ন লিখি-----
মৃত সবুজের মাঝে।
নৈরাজ্যের করাতকলে মাথা রেখে,
দুঃখকে শাসাই রুক্ষ স্বরে।
অনন্তের মাঝে পরাজয়ের বোঝা টেনে
অহর্নিশ স্বপ্ন দেখি শ্রেষ্ঠ বাসনার।
বিশ্বাসের নগ্ন পায়ে হেঁটে চলি
পোয়াতি রাত্রির শেষ প্রহরে।
তবুও দেখা মিলেনা চাঁদের দেহে
জ্যোৎস্নার বিচ্ছুরিত আলোর।